Posts

Showing posts from October, 2018

Sugarcane, from Made Jaggery,Sugar, Misery and Benefits.

Image
  Experts say that the foods that people eat for a living, after digestion, all turn into sugar.  Abar's circuits keep the body active by transforming it into a vital function of the intestine, transforming it into a vital force to protect the body.  It is important to remember that drinking or chewing gum directly enters the blood, providing instant energy to the human body.  Sugar is being used together in all the sweet and varied foods of the world.  As a rule, eat sugarcane, sugarcane and sugar.  Diabetes pathogen should be avoided without the doctor's advice.  Finally one thing, playing sweet does not cause diabetes, only diabetes can not be eaten sweet. Sugarcane /kusar  The sugarcane variety is a tall and sleek type of plant that looks like a stick.  Bamboo and grasses can be said to be twin brothers. In the villager of sugarcane is called " kusar ". In English it is called " Sugarcane " which means " sugar bottle" in Ben

পানি ফল খাওয়া মাত্রই দেহে বল আনে।

Image
পানিফল     বাংলাদেশের কোন কোন এলাকায় বিল থেকে সংগৃহীত  বুনো, ছোট ও তীক্ষ্ণ সুুঁচালো তিন কাঁটাযুক্ত সিংগড় সিদ্ধ করা অবস্থায় ফেরিওয়ালাদের বিক্রি করতে দেখা যায়। যেটির পানিফলের সাথে কোন মিল নাই।  প্রিয় বন্ধুগন, শুভেচ্ছা সবাইকে - ছবির নাম দেখেই হয়ত বুঝতে পেরেছেন, আমার উপস্থাপন বিষয় সম্পর্কে । আমি সব সময় নতুনকে নিজের মত করে সাজানোর চেস্টা করিতেছি এবং সবার আশির্বাদে এগিয়ে যাওয়ার চেস্টা করছি।   পানিফল/সিংগর                           পানিফল এক ধরনের জলজ ও লতানো গাছের ফল।   এফল দেখতে  অনেকট গরুর মাথার মত শিং যুক্ত হওয়ায়, অনেক স্থানে একে " সিংগর " নামে ডাকে।   আবার সিংগারার  মতো দেখতে  তিন কোনা বিশিষ্ট হওয়ার কারনে অনেকে "সিংগারা " নামে  ডাকে।   ইংরেজি নাম "Water chestnut " । ফলের ভিতর সাদা রঙের ,মোলায়েম শাঁস থাকার কারনে হয়তবা ইংরেজিতে এই নামটিির প্রচলন হয়েছিল। কারণ পানিফল রৌদ্রে শুকাইলে, ভিতরের শাঁস টুকু বাদামের বিচির মতই খাইতে  নরম ও মুচমুচে হয়ে হয়ে থাকে ।  যতদূর জানা যায় পানিফলের উৎপত্তি চিনদেশের পতিত জলাশয়, বিল, পুকুর, ডোবা ও নর্দমায়। এসব পতিত জলা

Apple nut, Eat or do not eat.

Image
Apple Nut   The taste is "bitter", "talkative" and full of its own flavor, but the fruit is a favorite for young children.  From food and nutrition considerations and comparing it with other equivalent fruits, the names "kathal" and "guava" come first.  More "and more than twice the amount of" calorie energy ". Today's writing is beginning to greet respected readers.  Today's writing is about an " obsolete " fruit in the Indian subcontinent and Asia.  Although the city and city of Bangladesh have some familiarity with the affluent and remote, many do not know it in the villages .  Eiffel fruit trees are rarely seen in villages and farmers' houses.  Even many in the village do not know its name.  The result of " acidic " and " obsolete " flavors in the field is known to have been going on for commercial cultivation in some places in India during this time.  However, no one can

তেঁতুল খান তাৎক্ষণিকভাবে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস কমান।

Image
তেঁতুলের সহিত মানুষের একটা নিবিড় সম্পর্ক রয়েছে , তেতুল দেখা মাত্র, নারী পুরুষ, যুবা বুড়া, খোকা,খুকু সবার জিহ্বায় জল আসে। এমন কি তেঁতুলের নাম মনে হলেই কারো কারো জিভে  জল আসে। তেতুল/তিন্তিড়ি তেঁতুল সারা বিশ্বে উচ্চমানের টক ফল হিসেবে সবার কাছে পরিচিত ।শুধু খাদ্য হিসেবে নহে, ঔষধি গুনই হচ্ছে তেঁতুলের মূল কথা। তেঁতুলের সস ও আচার  আজ বিশ্বজুড়ে সবার কাছে সমানভাবে সমাদৃত। সকল ঔষধ শিল্প যথা, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজি ও ইউনানি সকল ধরনের ঔষধ তৈরিতে তেঁতুল আজ সমানভাবে ব্যাবহার হয়ে আসছে।  তেঁতুল নিয়ে আমাদের রয়েছে অন্তহীন ভুল ধারনা - কেউ বলে , তেঁতুল খেলে রক্ত পানি হয়,  কেউ বলে পুরুষ লোক তেঁতুল খেলে বীর্য পাতলা হয় ও যৌন শক্তি কমিয়ে যায়। কেউ বলে গর্ভবতী মায়েদের তেঁতুল খাওয়ানো ঠিক না তাতে গর্ভের ভ্রুণ নস্ট হয়ে যেতে পারে, কেউ বলে তেতুল গাছে ভুত থাকে, আরও কত কি। যে যাই বলুক না কেন , আসলে  এত মন্তব্যের মধ্যেও তেঁতুল কিন্তু মানব জীবনে মহৌষধ হিসেবে ব্যবহার হয়ে আসছে।   তেঁতুলে রয়েছে  প্রচুর পরিমানে ভিটামিন   সি, ক্যালসিয়াম, এন্টি অক্সিডেন্ট , টার্টারিক এসিড, এন্টি হিস্টামিন , এন্টি ভাইরাস , এন্

Nut keep the heart healthy, lower cholesterol and maintain sexual energy.

Image
  Nut Nuts contain a lot of natural oil, good cholesterol, reactionary protein, interleukin, protein, vitamins, minerals, carbohydrate and adequate fiber. @ Nut Dear visitors and bloggers greet everyone Today is my presentation, "Nut" related. The nut is an oily fruit growing under the ground Nut is an oily fruit that grows under the ground.  It is cultivated in pastures throughout Asia.  The nuts are eaten raw and wet.  We only eat this fruit as an appetizer, but we eat its rice, chutney, varta, soup, oil, monda, sweet, laddoo, powder and various ways.  Nuts are widely used in all pharmaceutical industries at present. Nuts contain a lot of natural oil, good cholesterol, reactionary protein, interleukin, protein, vitamins, minerals, carbohydrate and adequate fiber. বাদাম  Reviewing the diet and nutritional details so far, it is known that there are 100 grams of kilocalories per 605 grams of edible nut.  The food quality is as follows:  * Total fat

উচ্চ রক্তচাপ, হার্টঅ্যাটাক ও হৃদপিণ্ড বড় হওয়ার অন্যতম প্রধান কারণ।

Image
বিশেষজ্ঞদের মতামতে যতদূর জানা যায় যে,   হৃদপিণ্ড বড় হওয়ার অনেক জানা-অজানা এবং ছোট-বড় অনেক  কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম ও সর্বাধিক গুরুত্বপুর্ন কারন গুলো হলো- অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, হার্টের ভাল্বের কোন সমস্যা, বাত ব্যাথা ও বাত জ্বর সমস্যা, হার্টের যে কোন ধরনের ব্লক , মাদক সেবন এবং কেমোথেরাপি ও রেডিওথেরাপি সহ ইত্যাদি ইত্যাদি। তাঁদের মতে, উচ্চ রক্তচাপই হার্টঅ্যাটাক ও হৃদপিণ্ড বড় হওয়ার অন্যতম প্রধান কারণ।   প্রিয় পাঠক ও ব্লগার লেডি এন্ড জেন্টেলম্যানস   শুভেচ্ছা সবাইকে- আশা রাখছি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি। সবার সহযোগিতা কামনা করে আজকের লেখা শুরু করার চেষ্টা করছি। আশীর্বাদ করবেন যেন পুর্ন রুপে শেষ করতে পারি। আমার আজকের আলোচনার বিষয় নির্ধারণ করলাম, "হৃদপিণ্ড বড় হওয়ার জটিলতা" সম্পর্কে।                    হৃদপিণ্ড মানব দেহের ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন, স্ব মুষ্টিবদ্ধের সমান এক খন্ড আজীবন সচল মাংস পিন্ড এবং রক্তের থলে। থলের মধ্যে আগত রক্ত সমুহকে চাপ প্রয়োগ করে রক্তকে হৃদপিন্ডের সাথে সংযুক্ত করে, ছোট-বড় সকল রক্ত নালিতে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করে থাকে ।

পেয়ারা ডায়াবেটিস তাড়ায়।

Image
পেয়ারা পেয়ারা সবার পছন্দের একটি ফল। এ ফল পছন্দ   এমন লোক পাওয়া যায়না। দেশি, সহজলভ্য,মিষ্টি ও সুস্বাদু হওয়ায় এর কদর বৃদ্ধ, যুবা পুরুষ মহিলা সবার কাছে । খাদ্যগুণ বিবেচনায় দেখা যায়, একটি পেয়ারায় রয়েছে, পাঁচ গুন বেশি  ভিটামিন-সি,  একটি  কমলা লেবুর চেয়ে আর ভিটমিন-এ, দশগুণ বেশি একটি লেবুর চেয়ে। পেয়ারা ভেষজগুন এবং পুষ্টিগুনে ভরপুর একটি ফল। আচ্ছালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাই ও বোনেরা    সবাই ভাল  আছেন এই কামনায় আজকের লেখালেখি শুরু করলাম। আজকের লেখার বিষয়, সবার সুপরিচিত এবং ছোট বড় সবার প্রিয় ফল,"পেয়ারা 'সম্পর্কে।      এটি " বেরি " জাতের ফলগুলির মধ্যে একটি অন্যতম।   দেশি এফলটি কষযুক্ত, মিষ্টি স্বাদের ও খেতে সুস্বাদু বলে সকল বয়সী নারী ও পুরুষের কাছে সমাদৃত। এক সময়ের সিজেনাল ফল হলেও ভারত ও বাংলাদেশে বারো মাষেই এফল পাওয়া যায় এবং পৃথিবীর সব মহাদেশে প্রায় বারো মাসেই কম-বেশি হাতের নাগালেই পাওয়া যায়।  যতদুর জানা যায়, পেয়ারার আদি আবাস ভুমি বলতে দক্ষিণ-পুর্ব  এশিয়া, দক্ষিণ-মধ্য আমেরিকা ও মেক্সিকো কে বুঝায়। পেয়ারার আছে নিজস্ব স্বাদ, গন্ধ, গঠন শৈলী ও ভেষজ উপকারিতা।    এজন্যই

Palm protect the Liver, Gall bladder and Misery is cold and cough drug.

Image
Palm   Pomegranate is a valuable herbal remedy for gastric diseases.  Its strong "diet fiber" strengthens the intestinal "mucous membrane".  It can easily get rid of harmful and unwanted mucus in the stomach, cure gum disease and reduce wrinkling pain.  The mucous membrane begins to function properly, the gut floating and drying stools are softened and the stools with freezing gases are removed.  This is how the troublesome problem goes away.  Stay well Dear Reader Greeting to all My subject of written are "Palm" Rhythm is a consequence of the " obsolete " of the tribe " Palm ".  All its tribes are called " fan-palms " simultaneously.  In English it says " Palmyra palm ". In bangoli called "Taal"  Although the origin of palm trees is in Africa, it is rarely seen on almost all continents, including Asia.  Palm  tree branch is a kind of tall tree without a branch.  The leaves are large and bea

কাঁঠাল কেন প্রাকৃতিক মাল্টি ভিটামিন?

Image
কাঁঠাল      কাঠাল শুধু মানুষের জন্য উপকারি ফল তা কিন্তু্ু নয়।পৃথিবীর সকল প্রানী, মানুষ, পশু-পাখি, কিটপতঙ্গ সবার স্বাস্থ্য রক্ষা ও পছন্দের ফল। স্বাদ ও উপকার জেনে পাওয়া সাপেক্ষে সবাই এফল খেয়ে থাকে। কাঁঠালকে প্রাকৃতিক মাল্টি ভিটামিন বলা হয়।  কেননা এতে রয়েছে জীবন রক্ষাকারী প্রায় সকল উপাদান। স্বাস্থ্যরক্ষায় এতে রয়েছে ১০০তে ১০০ কিলোক্যালরি শক্তি।    প্রিয় পাঠক ও ব্লগার শুভেচ্ছা রইল।  সবাই ভাল আছেন এই কামনায় আজকের লেখা শুরু করছি।  আজকের ভাবনায়, লেখার বিষয় রাখছি, সবার পরিচিত, পছন্দের, নিজস্ব স্বাদ ও গন্ধে ভরা, সুস্বাদু এবং রসালো একটি ফল " কাঁঠাল " সম্পর্কে।      কাঁঠাল বিশ্বের  সকল ধর্মের মানুষের কাছে সমাদৃত একটি ফল। ছোট ও বড় সবাইকে কাঠাল আগ্রহ ভরে খাইতে দেখা যায় ।      গৃহস্থ পরিবারে একটি কাঁঠাল পরিবারের সবার একদিনের  খাদ্য যোগান দিতে সক্ষম। গৃহস্থ সবাইকে নিয়ে খাবে রসালো মিস্টি অংশ , গৃহিণী রান্না করবে বিচির তরকারি বা ভর্তা, বাড়ির গরু , ছাগল, ভেড়া , ছাগল, হাস, মুরগী খাবে সমস্থ ফেলনা উচ্ছিষ্ট।       কাঠাল বিশ্বের সকল মহাদেশে জন্মিলেও, উষ্ণ প্রধান অঞ্চলে বেশি জন্মেে। এশ

pineapple Eat, Reduce Diabetes and lost Weight within 7 days.

Image
Pineapple Pineapple jam, jelly, juice, slices, squash, pineapple sesame, citric acid, vinegar, calcium citrate and alcohol are widely recognized today.  Seasonal fruit pineapple is  rich in nutrients  and herbs for the human body.  It contains  vitamin A, Vitamin-c,  calcium, potassium and phosphorus .   Respected readers and viewers Greetinge to all  Hope everyone is fine I am good too, I will be presenting to you today about the likes and benefits of everyone.  Which is a summer fruit but nowadays it is available in twelve months.   Yes, reader   I was talking about " pineapple ".  An analysis of the fruits of fruit can be found which is more than the loss of regular eating.  " Pineapple " has today made its mark on the health conscious world wide.  Pineapple is first spoken in the village or in Town's house when it comes to Influenga, diarrhea and digestive problems. Yes Reader friends  Although the name of the fruit is  pineapple , the fruit