Posts

Showing posts from March, 2020

Diabetes the silent killer disease.

Image
Symbol photo   As far as expert opinion goes, "diabetes" is a non-infectious silent "deadly disorder".  Today's attack has taken the form of "pandemic" all over the world, including Bangladesh.  The young, old, female, pregnant women, even the mother's womb, cannot survive the death of diabetes.  The epidemic has continued to grow and worsen.  Whether developing, or underdeveloped, diabetes is very urgent to take its place as a deadly killer on all continents today.  Scientists, researchers, and experts are also worried about his abstract image.  And to meet the cost of medical treatment, the ordinary patient suffering from diabetes, seeking the grace of God, is surrendering his life to her.  As a result, thousands of diabetics are dying without treatment. Dear readers and bloggers, I am writing today to greet everyone.  In this age of the current adulterated diet, we have no account of the kind of " adulterated food " we have on

করলা খাওয়া মাত্রই টাইপ-২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনে।

Image
বিশেষজ্ঞরা বলে থাকেন, করলায় রয়েছে, অ্যাডেনোসিন মনোফসফেট অ্যাক্টিভেটেড প্রোটিন কিনেস" নামের দুস্পাপ্য একটি অ্যান্টিঅক্সিডেন্ট।  এই শক্তিশালি উপাদানটি, এনজাইমের সঠিক ডোজ বজায় রাখতে অত্যন্ত কার্যকরী। এটি অপ্রত্যাশিত ভাবে মানব দেহের রক্তে নিহিত অতিরিক্ত সুগারের মাত্রা তাৎক্ষণিক ভাবে কমিয়ে আনতে খুবই কার্যকরী ভুমিকা পালন করতে পারে। এতে "অগ্ন্যাশয়" শক্তিশালী হয়ে কোষগুলির বিপাক ক্রিয়া বৃদ্ধি করে এবং রক্তে গ্লুকোজের ভারসাম্য বজায় রাখে । করলা/উচ্ছে করলা বাংলাদেশ সহ ভারত উপমহাদেশের সবার পরিচিত সবজি জাতীয় এক ধরনের লতানো গাছের ফল। ফলটি তিক্ত স্বাদের হলেও সবজি হিসেবে এর গুনের কোন শেষ নাই। ইংরেজ বাবুরা করলাকে Bitter Mellon নামে ডাকলেও ভারত উপমহাদেশের বাংলা ভাষাভাষী মানুষের কাছে একে অনেক নামে ডাকতে শুনা যায়। সাধারণত গ্রীষ্মকালে পাওয়া বড় ও লম্বাটিকে করলা, করল্লা, কল্লে ও শীত কালের ছোট ছোট গুলিকে উচ্ছে, ইচ্ছে, উস্তে ইত্যাদি ইত্যাদি নামে ডেকে থাকে। রঙ সাধারণত সবুজ ও গা অমশৃন হয়ে থাকে। ফল পেকে গেলে লাল ও বাদামি রং ধারন করে এবং আরও বেশি পেকে গেলে "বাঙ্গি" ও "ডালিমের মত