Posts

Showing posts from December, 2019

তরমুজ ফলের উপকারিতা ও সৌন্দর্য চর্চা।

Image
তরমুজ আদিকাল থেকে "রুপচর্চা"য় তরমুজের ব্যবহার হয়ে আসছে । পাকা তরমুজ মুখমন্ডলে ঘষে ঘষে ৫ মিনিট লাগান । এবার শুকাইলে ১০ মিনিট পর সাবান ছাড়াই ধুয়ে ফেলুন। টিস্যু পেপার দিয়ে আলতো করে মুছে নিন । এভাবে এক সপ্তাহ করুন । দেখবেন আপনার চেহারাও তরমুজের মত রঙ হয়ে গেছে । তরমুজ /Watermelon ( Citrullus Lanatus) সন্মানিত পাঠক আশাকরি সবাই ভালোইু আছেন। আমিও সবার দোয়ায় ভাল থাকতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন ।      আজ আপনাদের সামনে উপস্থাপন করব সবার পরিচিত, মিষ্টি স্বাদের, গ্রীষ্মকালিন উপকারী ফল " তরমুজ " সম্পর্কে। মহান আল্লাহ পাকের সুচি অনুযায়ী যখন যা কিছু মানব কল্যানে প্রয়োজন তাহাই তিঁনি করে থাকেন। গরমকালের জন্য মানবকল্যানে তরমুজ উপযুক্ত ও উপকারী ফল হিসেবে পাওয়া এ যেন তাঁরই খাঁস নিয়ামত।  তরমুজ গ্রীষ্মকালিন প্রশান্তিদায়ক  ঠান্ডা ফল । ফলটি আকর্ষনীয় রঙ ও মিস্টি স্বাদের হয়ে থাকে। পৃথিবীতে অনেক সাদা, কালো, নীল,ডিজাইন রঙ, ছোট-বড়, গোল, লম্বা, চ্যাপ্টা অনেক রঙ ও আকারের তরমুজ দেখতে এবং নাম শুনতে পাওয়া যায়।  মুলত তরমুজ   গ্রীষ্মকালিন ফল হলেও আজকাল সারা বছরই শহর কিংবা হাটে-বাজার

Walking Catfish,s Advantages and longevity

Image
Walking Catfish    The famous quote of all Bangla speaking people of India and Bangladesh, including India and Bangladesh, is, "Everyone wants a Magur(Catfish)  , Cheng (nobody wants a fish)."  Here is the best explained fish of Magur. Walking Catfish   Dear viewers and readers, my best wishes to everyone  Although there are many things to write about, many things of knowing and understanding appear before me.  Everything is messed up.  Sometimes you have to open the internet, sometimes open a magazine, sometimes read subject-based books, collect pictures, and move on to more sources.  Still, I don't remember anything at the time of writing.  And as much as it is written, do not be satisfied.  And the essence disappears before writing the set.  What will I say, friends, when sitting down to write something, that famous quote from India's famous author "Sharatchandra Chattopadhyay" repeatedly reminds me, "If two legs can be left but two hands c

থানকুনি পাতার যত উপকারিতা।

Image
থানকুনি পাতা  সন্মানিত পাঠক, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করে সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আমার আজকের উপস্থাপনাা বিষয়"থানকুনি পাতা" সম্পর্কিত। এ পোস্টটি আপনাদর সামান্য উপকারে আসলে নিজেকে সার্থক বলে ভাবব। থানকুনি পাতা (বৈজ্ঞানিক নাম Centella asiatica, ইংরেজি নাম Indian Pennywort)  বাংলাদেশ তথা ভারত উপমহাদেশের সবার অতি পরিচিত একটি ঔষধি গাছ। বাংলার মাঠে, ঘাটে, উচু ও পতিত জমিতে, বুনো হিসেবে জন্মে থাকে। এজন্য এর কোন প্রকার যত্ন আত্মি করতে হয়না। আদি কাল থেকে গ্রামের কৃষাণ-কৃষানিরা পরিবারের সুরক্ষায় এটি ঔষধি হিসেবে ব্যবহার করে আসছে। থানকুনি পাতার সাথে এদেশের সবাই মোটামুটি পরিচিত এবং ঔষধ হিসেবে ব্যবহার করে আসছেন।  ভারত উপমহাদেশে তথা বাংলাদেশে এর বহুবিধ ব্যাবহার হয়ে থাকে।  থানকুনি পাতা গ্রাম গন্জে থানকুনি শাক নামে বেশি পরিচিত। আসলেই হালকা তেঁতো স্বাদের এ শাকটি,ভাজি,ভর্তা, পেয়াজু, পাকোড়া, কাচা ও চায়ের সঙ্গে মিশিয়ে এবং রস করে সহজভাবে আমরা খেয়ে থাকি।  থানকুনির গোলের মধ্যে খাজ কাটা ও বোটার দিকে মিলানো পাতা গুলো রোগ নিরাময় ও প্রতিরোধে খুবই কার্যকর । খাদ্য হিসেবে সরাসরি গ্রহন কে রোগ নি

Christmas wishes to all.

Image
Christmas day    Christmas festival is the main festival of the Christian community. People  celebrate the day with all religions. On this occasion, greetings and gift items are transmitted to each other by card. Those whom these gifted materials are shared with, are also called religious people, such as Nicholas, Shantakluja, Father etc. It is believed that the circulation of these cards in India and Bangladesh started in the 19th century.     The description of the entire birth date is roughly the same. He was born in a dilapidated Gospel of Bethlehem Town of Palestine, Jesus, on December 25, illuminated the world. Someone said that the Virgin Mary was born in Bethlehem with the help of her future husband Joseph.    This date is Christmas Day or Christmas .     The events of Christmas Day or the big day are really about to bring about the birth of Jesus Christ. Because Christmas does not necessarily mean many of Jesus Christ's birthday is possible. So if you do not w