Posts

Showing posts from February, 2021

পাথরকুচি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে।

Image
পাথরকুচি মুত্রথলির পাথর ভেঙে বের করে দেয় - অভিজ্ঞ ভেষজ চিকিৎসক দের মতে, যাদের নিয়মিত মুত্র নিরসনে বাধা প্রাপ্ত হয়,একনালের পেশাব একাধিক নালে বের হয়, এমন রুগি দুই চামুচ পাতার রস চিনির সহিত মিশিয়ে খেলে, পাথর বের হয়ে এ সমস্যার সমাধান হবে। উপকার না পর্যন্ত নিয়মিত খেতে হব। পাথরকুচি   অতি প্রাচীন কাল থেকে 'পাথরকুচি' ভেষজ ঔষধ হিসেবে ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে সদর্পে স্থান করে নিয়ছে। যার ফলশ্রুতিতে এশিয়া মহাদেশ সহ বিশ্বের সকল মহাদেশেই এটি মুল্যবান ভেষজ হিসেবে ব্যাবহার হয়ে আসছে। ভারত উপমহাদেশ সহ প্রায় সকল মহাদেশের 'মেটেরিয়া মেডিকা'য় পাথরকুচির নাম সন্নিবেশিত হয়েছে, উপকার বিশ্লেষণ ও গুনের কথা সবাই প্রায় একই রকম ভাবে লিপিবদ্ধ করে গেছেন ।   পাথরকুচির গাছ প্রায় দেড় থেকে দুই ফুট উচু হয়ে থাকে। ডিম্বাকৃতি পাতা গুলো মোটা, মচমচে ও মশৃন হয়ে থাকে। পাতার চারিদিকে ছোট ছোট গাড় নীল রঙের খাঁজ কাটা। প্রতিটি খাজে একটি করে মুক্তার মত পাথর বসানো থাকে। এই খাজে বসানো মুক্তা থেকেই নতুন চারা গজিয়ে থাকে। পাথর কুচির পাতা স্যাঁত স্যাঁতে জায়গায় রেখে দিলে সহজেই চারার জন্ম হয়। এটি একটি খরা সহিষ্ণু উদ্ভিদ।   ভারত