Skip to main content

Featured

পদ্ম ফল এর উপকারিতা।

পদ্ম ফলের উপকারিতা। পদ্ম মূলত বহুবর্ষজীবী কন্দ জাতীয় ভূয়াশ্রয়ী জলজ  উদ্ভিদ। এর পাতা জলের উপরে ভেসে থাকলেও এর কন্দ জলের নিচে মাটির আশ্রয় নিয়া বংশবিস্তার করিতে থাকে এবং এভাবেই বেঁচে থাকে। জলের সাথে পাল্লা দিয়ে পদ্মের ডাটা পানির নিচে বাড়তে থাকে সেইসঙ্গে পাতা পানির উপর ভাসতে থাকে। চিকন চিকন ও মসৃণ পদ্মের ডাটার ভিতরে স্পঞ্জের মত ফাঁপা ফাঁপা থাকে। এর তরকারিও খাওয়া হয় ।সবুজ রঙের পানাকৃতির পাতাগুলো দেখতে ধার গুলো কিছুটা খাচ্ কাটা ।যাহা দেখতে প্রক‌ৃতির মতই সুন্দর। ছায়া ও রাতে পদ্ম ফুল গুলো সুশোভিত ভাবে নিজেকে ফুটিয়ে পরিবেশ পরিস্থিতিকে মোহনীয় করে তোলে।  সদ্য ফোটা ফুলের মিষ্টি গন্ধ পাওয়া যায় । ফুল থেকে যে ফলের সৃষ্টি হয় তাকে আমরা খ৺চা, পদ্ম খ৺চা ,পদ্ম ফল ,পদ্ম চাকা, কমল ফল ইত্যাদি নামে ডেকে থাকি। সবুজ রংয়ের খাচাঁকৃতি এ ফলের ভিতরে বাদামের দানার মত ছোট ছোট দানা হয়ে থাকে ।যেগুলো আমরা সাধারণত খেয়ে থাকি এবং এই ফলোই পরিপুষ্ট হলে তা থেকে গাছও জন্মাতে পারি। বহুল প্রচলিত এই পদ্মফুলের বীজ থেকে আমরা মানব দেহের উপকারার্থে অনেক প্রকার ঔষধি গুণ বা ভেষজ গুণ দেখতে পাই। পুষ্টিগুণে ভরপুর...

বিড়াল ভাবনা/ Cat special thought




 বিড়াল ভাবনা

এটি একটি ভাঙা চায়ের দোকান, যখন দোকানদার চলে যায়, বিড়ালটি এখনও সাবান থাকে এবং মালিকের ঠিকানা খুঁজে পায়, অর্ধেক দোকানে একটিতে ক্ষুধার্ত অনাহারে।  যদি কোনও হৃদয়বান ব্যক্তি কিছু খাবার দেয় তবে তাও খাচ্ছে না।

আমরা কি জানতে পারি, বিড়ালের মধ্যে বিড়ালের স্রষ্টা কী?
ছবি ও লেখা ,ডাঃ নজরুল


Cat Dominant

This is a broken tea shop, when the 

shopkeeper goes away, the cat is still soap

 now and find the owner's address, hungry 

starving in one of the shops in half . If any 

hearty person gives some food, it is also not eating .


     Can we know, what is the creator of the cat between the cat? 


Pictures and books, Dr. Nazrul 



Comments

Post a Comment