অর্শরোগের অপারেশন নিয়ে আমাদের যত ভুল ধারনা।


     


 
অভিজ্ঞ  চিকিৎসকগন বলেন আধুনিক "লংগো মেশিন" পায়ুপথের অপারেশনে এতই কার্যকরী যে,এর সাহায্যে অতিদ্রুত ও ব্যাথাহিন ভাবে যে কোন  অপারেশন অতিসহজ । তবে অবশ্যই একজন অভিঙ্গ কোলেস্টেরল সার্জনের তত্বাবধানে অপারেশন হতে হবে । তানাহলে অবশ্যই রোগীর অভিযোগ অস্বীকার করার কোন উপায় থাকবেনা।

 প্রিয় দর্শক

 জাতিধর্ম নির্বিশেষে আমার ছালাম ও শুভেচ্ছাে
 ভাল থাকেন ,আমিও ভাল আছি ।

 আমরা যাহা বুঝি,তাহা পালন কিংবা প্রকাশ করার প্রবনতা আমাদের মধ্যে কম।
 আর যা বুঝিনা তাহা নিয়া মন্তব্য এর শেষ নাই। এমনি একটি বিষয় "পাইলস অপারেশন"

 আমরা অনেকেই কতদিন থেকে যে "পাইলস"এর যন্ত্রনা নিয়ে ঘুরে বেড়াচ্ছি ,তার দিন তারিখ নিজেও জানিনা। রক্ত স্রোত বইতে বইতে শরির কখন যে রক্তশুন্যতার কোঠায় নেমে, কখন থেকে ফ্যকাশে হতে শুরু করেছে তারও হিসাব বলতে পারিনা। মাঝে মাঝে  রক্ত কম আসলে ধরে নিচ্ছি, কিছুটা আরাম হয়েছে। আসলে কি রোগের কোন উপকার হয়েছে নাকি শরীরের রক্ত কমে গেছে তাই রক্ত কম আসতেছে। বিশেষজ্ঞদের এনিয়ে অনেক ভাবনা। তাঁরা ভাবেন রোগীর এ অবস্থা বেশি দিন  চলতে থাকলে ক্যান্সারের ঝুঁকিতে পড়তে পারে রুগী।

 রোগ বৃদ্ধির ভয়ে রোগী ভালোমন্দ খাবার খেতে যেন ভুলেই গেছে। বেছে বেছে খেতে খেতে শরীর হয়ে যাচ্ছে কংকালসার, চলতে-ফিরতে হয় ভয়ানক কষ্ট। কারন কিছু খাইতে না পারায় শরির হয়েছে ভিষণ দুর্বল।
 বিয়েবাড়ি সহ যে কোন খাবার অনুষ্ঠানের নাম শুনলেই ভয়ে আঁতকে উঠেন "পাইলস" এর রোগীগন। ভাল      খাবারের নাম সেতো শুনলেই ভয় পায়। আহ-হা-রে "পাইলস" রোগীর কপাল থেকে যেন সব খাবার তুলে নিয়েছে খাদ্য বিধাতা। শুধু বস্তায় বস্তায় ঔষধ খাওয়া যেন নিয়তির লেখা হয়ে দাঁড়িয়েছে। এতকিছুর পরও  যেন পাইলস্ উপসর্গ কিছুতেই  বন্ধ করা সম্ভব হচ্ছেনা।


 এতকিছুর পরও বিশেষজ্ঞগন যখন রোগীকে বলেন, পাইলস্ অপারেশন করলেই আপনি ভাল হয়ে যাবেন। তখনই রোগি আতকে উঠে বলে,না স্যার,আমি ভাল আছি, আমাকে পরীক্ষা-নিরিক্ষা করে ভাল ওষুধ দিন। আমি অপারেশন করবনা।


 ডাক্তার বলেন, অপারেশন করলেই আপনি ভাল হয়ে যাবেন, অসুবিধা কি?

 রোগি তখন নিজেই ডাক্তার সেজে, ডাক্তারের কাছে অপারেশন না করার পক্ষে যুক্তি উপাস্থাপন করতে শুরু করেন। রোগি বলে, অপারেশন করলে পায়ু পথ বন্ধ ও নষ্ট হয়ে যাবে। অনেকে আমাকে বলেছেপাইলস্ নাকি একবার অপারেশন করলে বার বার করতে হয়। এরকম বার বার অপারেশন করে আমার এক আত্মিয়ের পায়ুপথে ক্যানছার হয়েছে। কেহ কেহ আমাকে বলছে পাইলস্ অপারেশনের পরও বেছে কুছে খেতে হয়, ইত্যাদি  ইত্যাদি।

 এসব অভিযোগ সম্পর্কে পাইলস্ ও মেডিসিন   বিশেষজ্ঞগন বলেন যে, রোগির এসব অভিযোগ  আংশিক সত্য হতেই পারে। কারন এসব রোগির অপচিকিৎসার শিকার হওয়ার কারণে,কারো কারো হয়তবা পায়ু পথ বন্ধ বা সরু হয়ে গেছে। আবার কারো কারো মল ধরে রাখতেও অশুবিধা হচ্ছে। বার বার অপারেশন এর স্বিকার হয়ে কারো কারো দীর্ঘ দিনেও ঘা শুখাচ্ছেনা । একারনে অনেক অপচিকিৎসার রুুগী ক্যানসার আতংকে ভুগিতেছে। ইত্যাদি ইত্যাদি ।

 এসবই অনভিজ্ঞ কিংবা হাতুড়ে চিকিৎসকের কর্মকাণ্ডের ফল। যাহা সাধারণ রোগী সহ সমাজের মানুষের কাছে আতংকের নাম হয়ে দাড়িয়েছে।

 অভিজ্ঞ  চিকিৎসকগন বলেন আধুনিক "লংগো মেশিন" পায়ুপথের অপারেশনে এতই কার্যকরী যে,এর সাহায্যে অতিদ্রুত ও ব্যাথাহিন ভাবে যে কোন  অপারেশন অতিসহজ । তবে অবশ্যই একজন অভিঙ্গ কোলেস্টেরল সার্জনের তত্বাবধানে অপারেশন হতে হবে । তানাহলে অবশ্যই রোগীর অভিযোগ অস্বীকার করার কোন উপায় থাকবেনা।

 আমরা জানি পায়ুপথ মানবদেহের মানব দেহের একটি শ্পর্শকাতর অংগ ,এর যথাযথ অপারেশন না হলে, সমশ্যা অবশ্যই হতে পারে ।


 দেশের সব জায়গায় পাইলস্ রোগের ভাল অপারেশন ও চিকিৎসার ব্যবস্তা আছে।

 বিশেষজ্ঞ  ডাঃ সাহেব গন এ রোগের সচেতনা সম্পর্কে  আরোও মত দিয়া বলেন যে, পাইলস্ রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধই অত্যান্ত জরুরী ।

 পাইলসৃ হলে কারও কথায় বিভ্রান্ত হয়ে, সময় ক্ষেপন না করে যথাযথ চিকিৎসকের   মাধ্যমে অপারেশন করি।

 আজ আপনাদের সেবায়  এপর্যন্ত, আগামি পোস্টে আসব অন্য কোন সেবা নিয়ে । সাথেই থাকুন।

 আর্টিকে আর্টিকে,  ডাঃ এ জে এম নজরুল ইসলাম।


 প্রাক্তন শিক্ষক, অভিজ্ঞ হোমিওপ্যাথি ও হারবাল চিকিৎসক এবং স্বাস্থ্য বিষয়ক কলামিস্ট

   Read more ---In English 

এসব অভিযোগ সম্পর্কে পাইলস্ ও মেডিসিন   বিশেষজ্ঞগন বলেন যে, রোগির এসব অভিযোগ  আংশিক সত্য হতেই পারে। কারন এসব রোগির অপচিকিৎসার শিকার হওয়ার কারণে,কারো কারো হয়তবা পায়ু পথ বন্ধ বা সরু হয়ে গেছে। আবার কারো কারো মল ধরে রাখতেও অশুবিধা হচ্ছে। বার বার অপারেশন এর স্বিকার হয়ে কারো কারো দীর্ঘ দিনেও ঘা শুখাচ্ছেনা । একারনে অনেক অপচিকিৎসার রুুগী ক্যানসার আতংকে ভুগিতেছে। ইত্যাদি ইত্যাদি ।

 এসবই অনভিজ্ঞ কিংবা হাতুড়ে চিকিৎসকের কর্মকাণ্ডের ফল। যাহা সাধারণ রোগী সহ সমাজের মানুষের কাছে আতংকের নাম হয়ে দাড়িয়েছে।


 অভিজ্ঞ  চিকিৎসকগন বলেন আধুনিক "লংগো মেশিন" পায়ুপথের অপারেশনে এতই কার্যকরী যে,এর সাহায্যে অতিদ্রুত ও ব্যাথাহিন ভাবে যে কোন  অপারেশন অতিসহজ । তবে অবশ্যই একজন অভিঙ্গ কোলেস্টেরল সার্জনের তত্বাবধানে অপারেশন হতে হবে । তানাহলে অবশ্যই রোগীর অভিযোগ অস্বীকার করার কোন উপায় থাকবেনা।

 আমরা জানি পায়ুপথ মানবদেহের মানব দেহের একটি শ্পর্শকাতর অংগ ,এর যথাযথ অপারেশন না হলে, সমশ্যা অবশ্যই হতে পারে ।

 দেশের সব জায়গায় পাইলস্ রোগের ভাল অপারেশন ও চিকিৎসার ব্যবস্তা আছে।

 বিশেষজ্ঞ  ডাঃ সাহেব গন এ রোগের সচেতনা সম্পর্কে  আরোও মত দিয়া বলেন যে, পাইলস্ রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধই অত্যান্ত জরুরী ।

 পাইলসৃ হলে কারও কথায় বিভ্রান্ত হয়ে, সময় ক্ষেপন না করে যথাযথ চিকিৎসকের   মাধ্যমে অপারেশন করি।


 আজ আপনাদের সেবায়  এপর্যন্ত, আগামি পোস্টে আসব অন্য কোন সেবা নিয়ে । সাথেই থাকুন।

 আর্টিকে আর্টিকে,  ডাঃ এ জে এম নজরুল ইসলাম।


   

Comments

Popular posts from this blog

গাছ আলুর উপকারিতা

পঞ্চমুখী এর উপকারিতা এবং হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় চেতনা।

ইপিল ইপিল গাছের উপকারিতা ও সম্ভাবনা।