সৌন্দর্য চর্চা/Beauty Practice -চতুর্থ বা শেষ পর্ব, তৈলাক্ত ত্বকের যত্ন .



  To get rid of this problem, skin lovers must follow the following procedures.  Oily skin problems can never be relieved if pulled.  If you do not use it as a rule, it will not be possible to understand how quickly these ingredients, which are available in the hands of the whole, can give a solution to your oily skin.  These formulas are compiled entirely from the Indian Ayurveda Scriptures.  Try following the rules, Insha Allah will surely be released



এ সমস্যা থেকে মুক্তি পেতে হলে ত্বকপ্রেমীদের অবশ্যই    নিচের পদ্ধতি গুলো মেনে ব্যাবস্থা নিতে হবে। তানা হলে তৈলাক্ত ত্বকের সমস্যা থেকে কখনোই মুক্তি পাওয়া সম্ভব হবেনা। সম্পুর্ন হাতের নাগালে পাওয়া এসব উপাদান, আপনার তৈলাক্ত ত্বকের কত দ্রুত সমাধান দিতে পারে, তা নিয়ম মতো ব্যবহার না করলে কিছুতেই বুঝে আনা সম্ভব হবেনা। এসব ফর্মুলা সম্পুর্নরুপে ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র থেকে সংগৃহীত। নিয়ম মেনে ব্যবহার করে দেখুন, অবশ্যই মুক্তি পাবেন ইনশাআল্লাহ।

 ♥Read the following text in English Bellow♥ 

  হ্যাঁলো ব্লগার  ও পাঠক বন্ধুগন 

শুভেচ্ছা রইল সবার প্রতি। 

  কেমন আছেন আপনারা। আশাকরি সবাই ভালোই আছেন । আমি ভালো নাই এবং ভালো থাকতেও পারছিনা। কি করে ভাল থাকব বলুন? আমি যে আপনাদের পছন্দ মত কিছু লেখতে পারছিনা।  কি লিখবো তাহাও বুঝে আসছেনা। আপনারাও আমাকে রাখছেন অবহেলিত । ভালো বলার দরকার নাই । অন্তত আমার ভুলগুলিকে, ভুল বলেই তুলে ধরুন। তাতেই বুঝব কেউ হয়তোবা লেখাটা পড়ার চেষ্টা করেছেন। যাহা হবে আমার সামগ্রিক সান্ত্বনা ।

 হ্যাঁ সহযোগিতার আড়ালের সক্রিয় পাঠক বন্ধুগন। 
 লেখা আমি চালিয়ে যাবো। আপনাদের সামান্য অনুপ্রেনা আমার কাম্যতা সবসময় থাকবে । আমার আজকের লেখার বিষয়, তৈলাক্ত মুখমন্ডলের পরিচর্যা নিয়ে"সৌন্দর্য চর্চা" ৪র্থ বা শেষ পর্ব। 

  ত্বক বিশেষজ্ঞদের মতে,যাঁদের সেবেকাস গ্রন্থি থেকে অত্যধিক তেল ক্ষরন হয়,তাঁদের ত্বক হতে পারে  অতিরিক্ত তৈলাক্ত।

 এ সমস্যা থেকে মুক্তি পেতে হলে ত্বকপ্রেমীদের অবশ্যই    নিচের পদ্ধতি গুলো মেনে ব্যাবস্থা নিতে হবে। তানা হলে তৈলাক্ত ত্বকের সমস্যা থেকে কখনোই মুক্তি পাওয়া সম্ভব হবেনা। সম্পুর্ন হাতের নাগালে পাওয়া এসব উপাদান, আপনার তৈলাক্ত ত্বকের কত দ্রুত সমাধান দিতে পারে, তা নিয়ম মতো ব্যবহার না করলে কিছুতেই বুঝে আনা সম্ভব হবেনা। এসব ফর্মুলা সম্পুর্নরুপে ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র থেকে সংগৃহীত। নিয়ম মেনে ব্যবহার করে দেখুন, অবশ্যই মুক্তি পাবেন ইনশাআল্লাহ।

   1 . মধু,আদা ও তুলসী পাতা ব্যবহার করে-  
 এক চামুচ পরিমান মধুর সহিত আধা চা-চামচ আদার রস ও তুলসীপাতা রস মিশিয়ে তেল মত করে একটি  মিশ্রণ তৈরি করে নিন। এবার মিশ্রণটি তেলের মত করে   সমস্ত মুখমন্ডলে মেখে নিন।কমপক্ষে দশ মিনিট অপেক্ষা করুন।এবার সাবান ছাড়াই ঠান্ডা পানির ঝাপটা দিয়ে মুখমণ্ডল ভালভাবে ধৌত করে নিন । এভাবে কমপক্ষে লাগাতার দশ দিন করতে থাকুন। এখন নিজেই পরখ করে দেখুন আপনার  মুখমন্ডলের  ত্বকের অবস্থা। মিশ্রণটি বেশি তৈরি করে এমনিতে পাঁচ থেকে সাত দিন ও ফ্রিজে রেখে বিশ থেকে ত্রিশ দিন ব্যবহার করা যেতে পারে।         
 
  ২. লেবুর রস ও মুলতানি মাটি দিয়ে-
 প্রথমে একটি লেবুর সম্পুর্ন রসের সহিত দুই চামুচ পরিমাণ মুলতানি মাটি মিশিয়ে পাতলা করে পেস্ট তৈরি করে নিন।এবার পেস্টটি সমস্ত মুখমন্ডলে ভালভাবে মেখে নিন।দশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখমন্ডল  ভালভাবে ধুয়ে ফেলুন। এভাবে অন্তত ১০ দিন করুন। ১০০% উপকার পাবেন ইনশাআল্লাহ।
মিশ্রণটি বেশি তৈরি করে এমনিতে পাঁচ থেকে সাত দিন ও ফ্রিজে রেখে বিশ থেকে ত্রিশ দিন ব্যবহার করা যেতে পারে।

 ৩ .তুলশীপাতা,আপেল ও মধু মাখিয়ে -   

 আধা কাপ তুলসীপাতা থেঁতো করে দুই কাপ পানিতে     সিদ্ধ করতে থাকুন। পানি যখন অর্ধেক বা এক কাপ হয়ে আসবে তখন নামিয়ে নিন। পানি ঠান্ডা হয়ে আসলে এবার ভালোভাবে ছেকে নিন।এবার এক কাপ মধু ও দুই কাপ আপেলের রসের সহিত তুলসীপাতার পানি টুকু  ভালোভাবে মিশাতে থাকুন। তেলের মত না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। এবার মিশ্রণ তৈরি হয়ে গেল। এবার মিশ্রণ টুকু পরিমাণ মতো নিয়ে মুখমন্ডলে তেলের মত করে ভালভাবে লাগান। পনেরো-বিশ মিনিট পরে বা শুকিয়ে আসলে সাবান ছাড়াই ঠান্ডা পানি দিয়ে ভালভাবে ধুয়ে নিন। এভাবে দশ-পনেরো দিন করুন।
এবার দেখতে পাবেন আপনার মুখমন্ডলের তৈলাক্ত ভাব টুকু কোথায় যেন মিশিয়ে গেছে।

  মিশ্রণটি বেশি তৈরি করে এমনিতে পাঁচ থেকে সাত দিন ও ফ্রিজে রেখে, বিশ থেকে ত্রিশ দিন ব্যবহার করা যেতে পারে। 
          
    রুপ চর্চা নিয়ে লেখার আপাততঃ ইতি টানব।        আগামিতে নতুন কিছু নিয়া হাজির হবো,সাথেই থাকুন।


আর্টিকেল, ডাঃ নজরুল ইসলাম

নিচে লেখাটি ইংরেজিতে পড়ুন   

Hello bloggers and readers
 Greetings to everyone.
 How are you  Hope everyone is fine.  I'm not good and I can't be good.  Tell me how to be good?  I can't write anything you like.  I do not understand what to write.  You also keep me neglected.  Needless to say.  At least point out my mistakes as being wrong.  That would mean someone might have tried to read the article.  Which would be my overall comfort.

 Yes, active readers of the hiding of cooperation are friends.

 I'll keep writing.  Your little inspiration will always be my desire.  The topic of my writing today is the fourth or final episode of "Beauty Practices" with oily face care.


 According to dermatologists, those who have too much oil removed from the sebaceous glands, their skin may be extra oily.

 To get rid of this problem, skin lovers must follow the following procedures.  Oily skin problems can never be relieved if pulled.  If you do not use it as a rule, it will not be possible to understand how quickly these ingredients, which are available in the hands of the whole, can give a solution to your oily skin.  These formulas are compiled entirely from the Indian Ayurveda Scriptures.  Try following the rules, Insha Allah will surely be released.

 1.  Using honey, ginger and basil leaves-

 Combine half teaspoon ginger juice and basil juice with one teaspoon of honey and make a mixture like oil.  Now rub the mixture on all the face like oil. Wait at least ten minutes. Now wash the face thoroughly with a splash of cold water without soap.  Keep doing this for at least ten consecutive days.  Now examine yourself for the skin condition of your face.  The mixture can be used for more than five to seven days and left in the refrigerator for twenty to thirty days.


 2.  With lemon juice and ground mulberry-

 First, mix two tablespoons Multani soil with a full juice of lemon and make a paste. Then mix the paste thoroughly on all the face. After ten minutes wash the face thoroughly with cold water.  Do this for at least ten days.  InshaAllah will get 100% of the benefit.

 The mixture can be used for more than five to seven days and left in the refrigerator for twenty to thirty days.

 3. Basil, apple and honey -

 Squeeze half a cup of basil and continue to boil in two cups of water.  When the water comes in half or a cup, drain it.  Once the water is cold, squeeze it well. Now mix well with a cup of honey and two cups of apple juice.  Stir until the oil is like that.  This time the mixture is ready.  Now take the amount of the mixture and apply it well on the face like oil.  After fifteen to twenty minutes or dry, actually rinse thoroughly with cold water without soap.  Do this for ten-fifteen days.

 Now, you can see where the lukewarm feel of your face has been mixed.

 The mixture can be used for more than five to seven days and left in the refrigerator for twenty to thirty days.

 Writing about form exercises will abruptly end.  I'll have something new to look forward to, stay tuned.

Articles , Dr. Nazrul Islam

. The author is an experienced homeopathy and ayurvedic physician and health columnist.

Comments

Popular posts from this blog

গাছ আলুর উপকারিতা

পঞ্চমুখী এর উপকারিতা এবং হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় চেতনা।

ইপিল ইপিল গাছের উপকারিতা ও সম্ভাবনা।