তরমুজ ফলের উপকারিতা ও সৌন্দর্য চর্চা।
তরমুজ আদিকাল থেকে "রুপচর্চা"য় তরমুজের ব্যবহার হয়ে আসছে । পাকা তরমুজ মুখমন্ডলে ঘষে ঘষে ৫ মিনিট লাগান । এবার শুকাইলে ১০ মিনিট পর সাবান ছাড়াই ধুয়ে ফেলুন। টিস্যু পেপার দিয়ে আলতো করে মুছে নিন । এভাবে এক সপ্তাহ করুন । দেখবেন আপনার চেহারাও তরমুজের মত রঙ হয়ে গেছে । তরমুজ /Watermelon ( Citrullus Lanatus) সন্মানিত পাঠক আশাকরি সবাই ভালোইু আছেন। আমিও সবার দোয়ায় ভাল থাকতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন । আজ আপনাদের সামনে উপস্থাপন করব সবার পরিচিত, মিষ্টি স্বাদের, গ্রীষ্মকালিন উপকারী ফল " তরমুজ " সম্পর্কে। মহান আল্লাহ পাকের সুচি অনুযায়ী যখন যা কিছু মানব কল্যানে প্রয়োজন তাহাই তিঁনি করে থাকেন। গরমকালের জন্য মানবকল্যানে তরমুজ উপযুক্ত ও উপকারী ফল হিসেবে পাওয়া এ যেন তাঁরই খাঁস নিয়ামত। তরমুজ গ্রীষ্মকালিন প্রশান্তিদায়ক ঠান্ডা ফল । ফলটি আকর্ষনীয় রঙ ও মিস্টি স্বাদের হয়ে থাকে। পৃথিবীতে অনেক সাদা, কালো, নীল,ডিজাইন রঙ, ছোট-বড়, গোল, লম্বা, চ্যাপ্টা অনেক রঙ ও আকারের তরমুজ দেখতে এবং নাম শুনতে পাওয়া যায়। মুলত তরমুজ গ্রীষ্মকালিন ফল হলেও আজকাল সারা বছরই শহর কি...