Skip to main content

Posts

Showing posts from August, 2018

Featured

পদ্ম ফল এর উপকারিতা।

পদ্ম ফলের উপকারিতা। পদ্ম মূলত বহুবর্ষজীবী কন্দ জাতীয় ভূয়াশ্রয়ী জলজ  উদ্ভিদ। এর পাতা জলের উপরে ভেসে থাকলেও এর কন্দ জলের নিচে মাটির আশ্রয় নিয়া বংশবিস্তার করিতে থাকে এবং এভাবেই বেঁচে থাকে। জলের সাথে পাল্লা দিয়ে পদ্মের ডাটা পানির নিচে বাড়তে থাকে সেইসঙ্গে পাতা পানির উপর ভাসতে থাকে। চিকন চিকন ও মসৃণ পদ্মের ডাটার ভিতরে স্পঞ্জের মত ফাঁপা ফাঁপা থাকে। এর তরকারিও খাওয়া হয় ।সবুজ রঙের পানাকৃতির পাতাগুলো দেখতে ধার গুলো কিছুটা খাচ্ কাটা ।যাহা দেখতে প্রক‌ৃতির মতই সুন্দর। ছায়া ও রাতে পদ্ম ফুল গুলো সুশোভিত ভাবে নিজেকে ফুটিয়ে পরিবেশ পরিস্থিতিকে মোহনীয় করে তোলে।  সদ্য ফোটা ফুলের মিষ্টি গন্ধ পাওয়া যায় । ফুল থেকে যে ফলের সৃষ্টি হয় তাকে আমরা খ৺চা, পদ্ম খ৺চা ,পদ্ম ফল ,পদ্ম চাকা, কমল ফল ইত্যাদি নামে ডেকে থাকি। সবুজ রংয়ের খাচাঁকৃতি এ ফলের ভিতরে বাদামের দানার মত ছোট ছোট দানা হয়ে থাকে ।যেগুলো আমরা সাধারণত খেয়ে থাকি এবং এই ফলোই পরিপুষ্ট হলে তা থেকে গাছও জন্মাতে পারি। বহুল প্রচলিত এই পদ্মফুলের বীজ থেকে আমরা মানব দেহের উপকারার্থে অনেক প্রকার ঔষধি গুণ বা ভেষজ গুণ দেখতে পাই। পুষ্টিগুণে ভরপুর...

ধনিয়া পাতা টাইপ-২ ডায়াবেটিস নিয়ন্ত্রন করে।

Water chestnut bring strength after eating.

মাংশ ফ্রিজে রাখার পুর্বে কিছু ভাল মন্দ জেনে নিন।

August 15th National Mourning Day/, Bangladesh. ১৫ আগস্ট বাংলদেশের জাতীয় শোক দিবস.

তাল ও তাল মিস্রির উপকারিতা।

সৌন্দর্য চর্চা/Beauty Practice -চতুর্থ বা শেষ পর্ব, তৈলাক্ত ত্বকের যত্ন .

সৌন্দর্য চর্চা/Beauty Practice -3. মুখমন্ডলের অতিরিক্ত শুস্ক ত্বকের যত্নে।

Beauty Practice/সৌন্দর্য চর্চা-2. শুস্ক,রুক্ষ ও অমসৃণ ত্বকের জন্য।