Search This Blog
Food & Nutrition, Herbs, Beauty Practices, Recipes & Medical News.
Featured
- Get link
- X
- Other Apps
শতমূলীর শতগুণ।
শতমূলী
*স্নায়ুশক্তি শক্তি বৃদ্ধিতে
স্নায়ু দুর্বল লোকদের জন্য শতমূলীর হালুয়া বা তাজা শত মূলের রস একটি অমৃতবত কাজ করবে। শতমূলীর রস সকাল-বিকাল মধু , চিনি ও দুধ নিয়মিত খেলে শক্তি কাছের ধারে আসবেনা।
*রক্ত দূষিত জনিত রোগ সারাতেমা
মানব শরীরের রক্ত দূষিত হলে, খোসপাঁচড়া, দাউদ চুলকানির ইত্যাদি ব্যাপকভাবে দেখা যায় তখন এ গাছের কার্যকারিতা অনেক। এর জন্য কাঁচা শতমূলীর মূল বা মূলের পাউডার কয়েকদিন খালি আপনার কাংখিত উপকার হওয়ার সম্ভাবনা।
*বহুমূত্র বা ডায়াবেটিস রোগে
ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও স্নায়ু শক্তি বৃদ্ধিতে শতমূলীর হালুয়া সবার শরীরের জন্য অমৃতবত কাজ করতে পারে যারা এ ব্যাপারে অধিক দুর্বল তাদের জন্য শতমূলীর হালুয়া পরম বন্ধু।
*রাতকানা রোগে শতমূলীরউপকারিতা।
আজকের দিনে পুষ্টিহীনতায় রাতকানা রোগ শিশুদের জন্য বিশেষ একটা ক্ষতিকারক দিক এই রাতকানা রোগে শতমূলীর পাতা ভিজে কয়েকদিন খেলে রাতকানা রোগ সেরে যেতে পারে।
*গর্ভবতী মায়ের স্বাস্থ্য রক্ষা ও বুকের দুধ বৃদ্ধি তে
*প্রসাবের সমস্যা
কারো কারো দেখা যায় কোন সমস্যা নাই অথচ প্রসাব বিভিন্নভাবে কৃচ্ছতা দেখা দিচ্ছে। এমন সমস্যা সমাধানে শতমূলী রয়েছে বহু গুণ.। এজন্য শত মূলের পাউডার দিনে দুই বেলা নিয়মিত খেলে প্রসাবের কৃচ্ছতা সমস্যা মিটে যেতে পারে।
*স্বপ্নদোষ কমিয়ে বীর্য রস গাড় করতে
গাওয়া ঘি এর সাথে শতমূলীর মূল বা মূলের রস ভালোভাবে সিদ্ধ করে ঘি দিয়ে নামিয়ে নিয়ে মধু দিয়ে দুবেলা সেবন করলে এ রোগে আশু সমস্যার সমাধান হতে পারে।
Popular Posts
পঞ্চমুখী এর উপকারিতা এবং হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় চেতনা।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment