Skip to main content

Featured

পদ্ম ফল এর উপকারিতা।

পদ্ম ফলের উপকারিতা। পদ্ম মূলত বহুবর্ষজীবী কন্দ জাতীয় ভূয়াশ্রয়ী জলজ  উদ্ভিদ। এর পাতা জলের উপরে ভেসে থাকলেও এর কন্দ জলের নিচে মাটির আশ্রয় নিয়া বংশবিস্তার করিতে থাকে এবং এভাবেই বেঁচে থাকে। জলের সাথে পাল্লা দিয়ে পদ্মের ডাটা পানির নিচে বাড়তে থাকে সেইসঙ্গে পাতা পানির উপর ভাসতে থাকে। চিকন চিকন ও মসৃণ পদ্মের ডাটার ভিতরে স্পঞ্জের মত ফাঁপা ফাঁপা থাকে। এর তরকারিও খাওয়া হয় ।সবুজ রঙের পানাকৃতির পাতাগুলো দেখতে ধার গুলো কিছুটা খাচ্ কাটা ।যাহা দেখতে প্রক‌ৃতির মতই সুন্দর। ছায়া ও রাতে পদ্ম ফুল গুলো সুশোভিত ভাবে নিজেকে ফুটিয়ে পরিবেশ পরিস্থিতিকে মোহনীয় করে তোলে।  সদ্য ফোটা ফুলের মিষ্টি গন্ধ পাওয়া যায় । ফুল থেকে যে ফলের সৃষ্টি হয় তাকে আমরা খ৺চা, পদ্ম খ৺চা ,পদ্ম ফল ,পদ্ম চাকা, কমল ফল ইত্যাদি নামে ডেকে থাকি। সবুজ রংয়ের খাচাঁকৃতি এ ফলের ভিতরে বাদামের দানার মত ছোট ছোট দানা হয়ে থাকে ।যেগুলো আমরা সাধারণত খেয়ে থাকি এবং এই ফলোই পরিপুষ্ট হলে তা থেকে গাছও জন্মাতে পারি। বহুল প্রচলিত এই পদ্মফুলের বীজ থেকে আমরা মানব দেহের উপকারার্থে অনেক প্রকার ঔষধি গুণ বা ভেষজ গুণ দেখতে পাই। পুষ্টিগুণে ভরপুর...

ডায়াবেটিস তাড়াতে কুচিলা পাতা।



























কুচিলা /তেলাকুচা 
এক ধরণের বুনো জন্মানো, লতানো গাছ। 
বনে জঙ্গলে, পতিত জমি, উঁচুনিচু সব জায়গা, ঝোপ ঝাড় ও রাস্তার ধারে দেখতে পাওয়া যায়। এলাকা ভিত্তিক একে অনেক নামে ডাকা হয়ে থাকে, যেমন- কুন্দ্রি শাক, তেলাকুচা, তেলা কচু, তেলাচহি তেলা চোরা ও কুচিলা ইত্যাদি বলে ডাকা হয়ে থাকে। 
ইংরেজি নাম স্কারলেট গার্ড (Scarlet Gourd)বলা হয়ে থাকে। ভেষজ নাম Coccinia. 
ঔষধ হিসেবে এর লতা, পাতা,কান্ড, মুল এবং  শিকড় সবই ব্যবহার হয়ে থাকে। এর পাকা ফল টিয়ে পাখির খুবই প্রিয়। 





.



Comments