ডায়াবেটিস তাড়াতে কুচিলা পাতা।
কুচিলা /তেলাকুচা
এক ধরণের বুনো জন্মানো, লতানো গাছ।
বনে জঙ্গলে, পতিত জমি, উঁচুনিচু সব জায়গা, ঝোপ ঝাড় ও রাস্তার ধারে দেখতে পাওয়া যায়। এলাকা ভিত্তিক একে অনেক নামে ডাকা হয়ে থাকে, যেমন- কুন্দ্রি শাক, তেলাকুচা, তেলা কচু, তেলাচহি তেলা চোরা ও কুচিলা ইত্যাদি বলে ডাকা হয়ে থাকে।
ইংরেজি নাম স্কারলেট গার্ড (Scarlet Gourd)বলা হয়ে থাকে। ভেষজ নাম Coccinia.
ঔষধ হিসেবে এর লতা, পাতা,কান্ড, মুল এবং শিকড় সবই ব্যবহার হয়ে থাকে। এর পাকা ফল টিয়ে পাখির খুবই প্রিয়।
.
Comments
Post a Comment