Posts

Showing posts from December, 2020

ডেফল বা ফলস ম্যাঙ্গোস্টিন

Image
ফলসহ ডেফল গাছ ডেফল , ফল  সুন্দরী,বহু বর্ষজিবী সপুষ্পক বৃক্ষ । চাকমা  ভাষায় এফলকে ডামগোলা, ডাম্বেল এবং গারো সম্প্রদায়ের লোকজন আরুয়া নামে ডাকে ।  Clusiaceae পরিবারের  এ ফলটির বৈজ্ঞানিক নাম Garcinia Xanthochymus।  এ গাছে ঝোপায় ঝোপায় রং বেরংগের অনেক ফল গাছের বিভিন্ন শাখা প্রশাখায়, গয়নার মত লটকে থাকে বলে একে ফল সুন্দরী গাছ বলা হয়ে থাকে।  যতদুর জানা যায়, এ গাছটির আদি নিবাস মালয়েশিয়া। গাছগাছড়া গবেষকদের মতে ডেফল  মালয়েশিয়ার গাছ হলেও কারো কারো মতে এর নিবাস ভারত উপমহাদেশে । অপ্রচলিত এফলটি ভারত ও বাংলাদেশের বনে বাদাড়ে বুনো হিসেবে এক সময় প্রচুর জন্মিলেও আজকাল আর তেমন দেখা যায় না। শুধু মাত্র দু একজন বন প্রেমিক, গাছ প্রেমিক ও শৌখিন গৃহস্থ বাড়িতে দু একটি দেখা যায়।  মাস্টার ছালাম, নিজের লাগানো গাছের নিচে দাড়িয়ে   কয়েক দিন আগে, ভেন্ডাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বন্ধুবর আঃ ছালাম এর সঙ্গে তার গ্রামের বাড়ি জলাইডাংগা গ্রামে, তার বাগানের মরা কাঠাল গাছ কাটানো দেখতে গিয়ে, সে তার লাগানো ডেফল ফলের গাছটির সাথে আমাকে পরিচয় করিয়ে দেন। আমিও সে সুবাদে প্রথম...